Dragonfly

Image by Rezwan

Overcrowded passenger ferry capsized in the Padma River in Munshiganj, Bangladesh

The World Cup Goal-E Project

This street in Bangladesh has a colorful world cup celebration

New Chum Hill Ruins

Remnants of Kiandra gold mine at New Chum Hill, #nsw #australia

January 27, 2013

Coup Predictions In 2013

Jay Ulfelder is an American political scientist who theorizes and forecasts political development and instability in various forms, including democratization, coups d’etat, mass atrocities, and civil unrest. Among his 2012 predictions the coup attempts in Mali (March) and Guinea-Bissau (April) came true. He drew the chart for 2013 with estimated coup risk for the 30 countries at greatest risk using essentially the same models he used for 2012. Bangladesh is now shifted to high risk zone with lower values indicating more accurate predictions. A section of politicians are taking about the 1/11 and are really hoping on the military to unsettle the government and usher in a possible regime change. The PM mentioned:
"The aim of the opposition's movement is to foil the hard-earned democracy, bring back the 1/11 and save the 1971 culprits. For this reason, they are burning people to death and vandalising and torching public property."
We have seen that a coup attempt by a section of military was foiled in end 2011, which was to introduce sharia law by Islamist military officers with ties to Hizbut Tahrir. Jay's prediction only tells that the conspiracy is still on. Beware Bangladesh.

January 26, 2013

Bangladesh: Missed Call - A Tool For Protest?

An intentional missed call is an widely used method in developing countries, particularly South Asia, the Philippines and large parts of Africa, primarily to save money or minutes. It is essentially the poor man's text message, a free way to nudge another person or company. There is even an app available to complete a miss call with one touch.

A report suggests that missed call can constitute upto 70% of total network traffic of Grameenphone, Bangladesh's largest telephone network in any hour. The cellphone operators in Bangladesh have reduced call rates upto 90% in the past decade to get more customers talking and earn profits by economy of scale. But the price of mobile internet has not come down.
Image by Kahil. CC BY-NC-ND.
Now it seems that there might be other uses of missed call possible. In India  some found business in it and in Bangladesh it is proposed as a tool for protest. A Facebook event [bn] titled "Missed call: The tool for our protests" has been created by two Bangladeshi Facebook users, Sedative Hypnotics & Duurzodhon. They have provided the background of the protests in a long post:
২০০৬ সালে যখন বাংলাদেশ যুক্ত হলো এর SEA-ME-WE-4 কেবলে ব্যান্ডউইডথের দামও তখন ছিলো অবিশ্বাস্য রকমের বেশী – প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম ছিলো ৮০০০০ হাজার টাকা,ইন্টারনেট তখনো তরুনদের হাতে সহজলভ্য হয় নি, গনমানুষের কাছেও না। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম কমিয়ে দেন ২৭০০০ টাকায় । এর পরপরই ‘ডিজিটাল বাংলাদেশের’ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। ইন্টারনেট সার্ভিস তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দেবার প্রত্যাশায় তারা এক এক ধাপে ব্যান্ডউইডথের দাম কমানো শুরু করে। ২৭০০০ টাকা থেকে তারা ২০০৯ সালে প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম কমিয়ে আনে ১৮০০০ টাকায়, পরবর্তীতে ২০১২ সালে আবারো কমিয়ে আনে ৮০০০ টাকায়। একইসাথে পরবর্তীতে প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম ৮০০০ থেকে ৫০০০ টাকায় নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে BTRC
In 2006 when Bangladesh was connected to the SEA-ME-WE-4 cable the price of Bandwidth was exorbitant - per Mbit/s bandwidth was BDT 80,000 (approximately USD 1,125). Internet was not available to masses then, especially to the youth. In 2008 the government reduced the price to BDT 27000. After that the Awami League government came to power with its "Digital Bangladesh" slogan. They started reducing the cost of bandwidth in several steps to make it available to the grassroots population. In 2009 per Mbit/s was reduced to BDT 18,000 (approximately USD 250) and in 2012 it was further cut down to BDT 8000 (USD 100). The regulatory body BTRC has plans to bring down the price of 1 Mbit/s to BDT 5000 (USD 60) soon.

They ask whether the consumers are getting the benefit of these price cuts:
আপনাদের মনে থাকার কথা, ২০০৬ সালে EDGE সার্ভিস চালু করা গ্রামীনফোনের ইন্টারনেট খরচ এখনো সেই আগেরমতই আছে । ২০০৯ সালের ১ জিবি ইন্টারনেটের প্যাকেজের দাম এখনো ৩৫০ টাকাই আছে ।এর মাঝে সরকার ঠিকই দুই দফায় দাম কমালেও তারা কমায় নি । একই কথা খাটে বাংলালিংক,এয়ারটেল,রবি সহ অন্যান্য অপারেটরদের ক্ষেত্রেও । [..] আপনারা খেয়াল করুন, প্রতি ১০ মেগাবাইট ইন্টারনেটের প্যাকেজ এয়ারটেলের ক্ষেত্রে বাংলাদেশ ১০ টাকা (ভ্যাট ছাড়া)পড়বে , অথচ একই কোম্পানী ভারতে (টুজি নেটওয়ার্কে) ১০ রুপীতে (বাংলাদেশী ১৪.৮০ পয়সা) ১২৫ মেগাবাইট ইন্টারনেট দিচ্ছে ! [..]এভাবেই সরকার দাম কমিয়ে গেলেও আমজনতা কোনো রেহাই তো পাচ্ছেই না, বরঙ অন্য দেশের তুলনায় আমাদের কাছ থেকে দামও বেশী রাখা হচ্ছে 
If you can remember, GrameenPhone introduced their EDGE package in 2006 and the price remained constant Their 1GB volume shared internet package is still BDT 350. The government has reduced price twice in the meantime but their price has not changed a bit. The same complain applies for Banglalink, Rabi, Airtel and other operators. [..] Airtel's per 10MB internet volume package is BDT 10 in Bangladesh. But the same company offers 125 MB in India at INR 10 (BDT 15). [..] In this way the price cuts by the government had no effect on the consumers who are getting overcharged comparing to neighboring countries.

A student of Dhaka University before a huge wall painting of Communism talks over mobile phone. Image by Firoz Ahmed. Copyright Demotix (15/5/2012)
And on why the method of protest is by missed call?
নির্দিষ্ট একটি তারিখে নির্দিষ্ট সময়ে আমরা সবাই মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যস্ত রাখবো , কিন্তু এক পয়সাও খরচ করবো না । আর সেই উপায় হলো মিসড কল । একটি নির্দিষ্ট তারিখে পিক আওয়ারে আমরা সবাই যদি গনহারে পরিচিতজনদের মিসড কল দেয়া শুরু করি , তবে মোবাইল অপারেটরদের বি টি এস ব্যস্ত থাকবে ঠিকই, কিন্তু যেহেতু আমাদের কারও কোনো খরচ করতে হচ্ছে না, তাই আমাদের কোনো ক্ষতি হবে না । যা ক্ষতি হবার হবে কোম্পানীর,কারন সেই সময় আমরা তাদের নেটয়ার্ক ব্যবহার করেছি ঠিকই কিন্তু কোন টাকা দিচ্ছিনা! আমরা অনেক মানুষ যদি একত্রিত হতে পারি,তবে কোম্পানীর ক্ষতিটা নেহায়েত কম না ।
We will keep every mobile network busy at a specific time and date, without spending a penny. And the easiest way is to use "miss call". If we start to send miss call to our contacts in a specific time, then the BTS of the mobile operators will be busy. As we are not paying anything, we have nothing to lose. The company will lose as we are using their network without any revenue. If a lot of people can do it at once then the impact will be felt by the company.

The Facebook event has gone viral and more than 140,000 people have already been invited and approximately 15000 people said yes. According to an update by Duurjodhon:
শুধু ইন্টারনেটের দাম কমানোই নয় , আমরা বিভিন্ন অপারেটর কর্তৃক সকালে বা গভীর রাতে ইচ্ছেমত পাঠানো স্প্যাম মেসেজের বিরোধিতাও করি ।
Not only reducing the price of mobile internet, we are protesting also the sending of spam sms by operators, even after midnight.

Blogger Robin supports the cause and has more innovation:
আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে যাদের মোবাইল ফোন দুই বা ততোধিক... আমার অবশ্য দুইটা ফোনসেট [..]

ভাবতেছি, দুইটাই সাইলেন্ট কইরে একটা থেকে আরেকটায় অটোমেটিক রি-ডায়াল দিয়া থুইয়া দেব... [..]
I have many friends who has two or more mobile phones.. I have two sets by the way.. [..]

I am thinking I will keep the sets silent and place both calling each other using auto-redial... [..]

Rasel Parvez writes in Facebook:
অহিংস ক্ষতিসাধনের আইডিয়াটা চমৎকার নিঃসন্দেহে, যদিও একই সাথে এইসব অদ্ভুত আন্দোলন ধারণা কৌতুককর অনুভুতি তৈরি করে

বিনোদন বিলাসিতা না কি প্রয়োজনীয় কর্মকান্ড এটা নিয়ে অনেক মাত্রার বিতর্ক হতে পারে, যদি আন্দোলনকারীরা মিস্কল মিসকল না খেলে বরং সরাসরি মোবাইলে ইন্টারনেট বন্ধ করার হুমকি দিতো এবং সেটা ব্যপক পরিসরে ছড়িয়ে দিতো আন্দোলন আরও সফল হওয়ার সম্ভবনা থাকতো।

আমাদের ভোক্তা অধিকারসংরক্ষণের একটি সংগঠন আছে, তারা যদি মোবাইল কোম্পানীর পরিচলন ব্যয় এবং ভোক্তার প্রদত্ত মূল্যের তুলনামূলক আলোচনা করে ভোক্তা অধিকার আইনে একটা রীট দায়ের করতো কিংবা যদি সরকারকে এ ডাকাতি সম্পর্কে অবহিত করতো সেটা আরও ফলদায়ক হতে পারতো
The idea of doing harm without violence is novel, even if these kinds of weird ideas stimulate a laughing sensation.

Using internet in cellphone is a luxury or a necessity that is much debatable. If the protesters could avoid this miss call game and instead threatened to stop the use of mobile internet and made it a bigger campaign then they could be more successful.

We have a consumer rights organization, they could compare the operating costs of the mobile internet and the price for the end consumers and take legal measures against the operators if necessary. They could even produce evidences of malpractices to the government.

According to the event page:
আপনারা রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন কল রিসিভ করবেন না। আপনাদের এতটুকু আত্মত্যাগ আমাদের সবার স্বপ্ন পূরন আর দাবি আদায়ের হাতিয়ার হবে। তাই সবাই ৩ ঘন্টা সময় দিন।

এত দিনের অনাচারের বিরুদ্ধে তিন ঘন্টার প্রতিবাদ কি খুব বেশী ?
Please do not receive any call in your mobile between 10AM-1PM next Sunday. Your sacrifice will help us achieve our goal and make our dreams come true. Please give us 3 hours.

Is 3 hours too long to protest against the injustice that is happening for years?

Also published in Global Voices Online.